লেবাননে সোমবার ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন, এর মধ্যে গত বছরের ইসরায়েলের পেজার হামলার এক বেঁচে থাকা ব্যক্তি বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্যবস্তু করেছে।
সাধারণত হিজবুল্লাহর ওপর লক্ষ্যবস্তু করা হচ্ছে দাবি করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যদিও গত নভেম্বর এক বছরের বেশি সময়ের সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় নিজের কৌশলগত অবস্থানও বজায় রেখেছে।
ইসরায়েলি সেনারা সোমবার জানায়, হাসান আতউই নিহত হয়েছেন, যাকে তারা ‘নাবাতিয়ে অঞ্চলে হিজবুল্লাহর এয়ারিয়াল ডিফেন্স ইউনিটের মূল সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আতউইয়ের স্ত্রী জায়নাব রাসলান, যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনিও নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, আতউই ইউনিট পুনঃস্থাপন ও পুনঃসজ্জার কার্যক্রম চালান এবং ইরানের ইউনিট নেতাদের সঙ্গে সরঞ্জাম ক্রয়-যোগাযোগ রক্ষা করতেন।
গত বছরের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে আতউই আহত হয়েছিলেন ও দৃষ্টি হারান বলে জানায় এনএনএ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও সোমবারের হামলার তথ্য নিশ্চিত করেছে। তাদের মতে, ‘ইসরায়েলি ড্রোন হামলায় নাবাতিয়ে জেলার জেবদিন সড়কে গাড়ি লক্ষ্যবস্তু হওয়ার ফলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।’
ইসরায়েলি সেনারা আরো জানিয়েছে, তারা লেবাননের পূর্ব বেক্কা এলাকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে ১০৩ জন নাগরিক নিহত হয়েছেন গত সপ্তাহে জাতিসংঘ নিশ্চিত করেছে।
তারা চলমান দুর্দশা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
যুদ্ধের পর হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হলেও, তাদের অস্ত্র সমর্পণ করতে চাপ দেওয়া হচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন