ফিলিস্তিনি বংশোদ্ভুত শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর করাদণ্ড

gbn

৩ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেন টেক্সাসের এক নারী। ঘটনাটি ঘটে ২০২৪ সালের মে মাসে। এ অভিযোগে ওই নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জাতিবিদ্বেষের জেরে ওই পদক্ষেপ নেন অভিযুক্ত নারী।

 

সিবিএস নিউজ এবং ফোর্ট ওয়ার্থ স্টার-টেলিগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক অ্যান্ডি পোর্টার ৪৩ বছর বয়সী এলিজাবেথ উলফের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়া পর সাজা দেন। হামলার পর উলফকে গত বছর অভিযুক্ত করা হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও এই হামলার নিন্দা জানান। উলফ জুরি ট্রায়ালও এড়িয়ে যান।

 

মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন, গাজার ওপর আক্রমণ শুরু হওয়ার পর থেকে আমেরিকান মুসলিম, আরব ও ইহুদিদের বিরুদ্ধে হামলার হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে।

এই ঘটনা ঘটেছিল টেক্সাসের ইউলেসে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিং পুলে। পুলিশ রিপোর্ট অনুযায়ী, উলফ ৩ বছরের শিশুর মার সঙ্গে তর্ক করেন। মা তখন তার ৬ বছর বয়সী ছেলেসহ পুলে ছিলেন।

উলফ তাদের দেশে কোথা থেকে এসেছে তা জানতে চেয়েছিলেন।

 

রিপোর্টে বলা হয়েছে, উলফ শিশুটিকে ডুবিয়ে মারার চেষ্টা করেন এবং ৬ বছরের ছেলেকে ধরারও চেষ্টা করেন। তবে মা তার সন্তানকে পানি থেকে উদ্ধার করেন এবং মেডিকেল পরীক্ষা শেষে শিশুদের সুস্থ ঘোষণা করা হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন