এবার নেপালের হাতে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

gbn

নেপাল ক্রিকেটে এক ঐতিহাসিক দিন। স্বপ্নেও হয়তো তারা কল্পনা করেনি, এমন কোনো একটি দিন তাদের হাতে ধরা দেবে। ওয়েস্ট ইন্ডিজ, যারা টি-টোয়েন্টিতে ২ বার বিশ্বচ্যাম্পিয়ন। দলটির ক্রিকেটাররা যে কোনো ফ্রাঞ্জাইজি লিগে সবচেয়ে বেশি আলোড়ন তোলেন, সেই দলটিকেই কি না নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে নেপালের মতো ক্রিকেটে `পুঁচকে‘ একটি দেশ!

শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি-২০ ম্যাচে জয় নেপালের।

 

তবে তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। যা আজ মঞ্চস্থ করলেন নেপাল ক্রিকেটাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো নেপালিরা। প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ৬ উইকেট হারিযে ১৭৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭ দশমিক ১ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৮৩ রানে।

 

এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে কোনো সিরিজ জিতলো নেপাল। শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিল তারা। ওপেনার আসিফ শেখ ৪৭ বলে ২ ছক্কায় ও ৮ বাউন্ডারিতে অপরাজিত ৬৮ রান করেন। এছাড়া সুন্দিপ জরা ৩৯ বলে করেন ৬৩ রান (৩টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা)।

 

 

 

বল হাতে নিয়ে ক্যারিবীয় ব্যাটারদের ওপর ঝড় বইয়ে দেন মোহাম্মদ আদিল আলম। তিনি ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। কুশল বুর্তেল নেন ১৬ রানে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোল্ডার। ১৭ রান করেন অ্যাকিম অগাস্তে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন