সুপার ওভারে জয় ভারতের, বৃথা গেল নিশাঙ্কার সেঞ্চুরি

gbn

সুপার ফোরের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর নাটকীয়তা শেষে সুপার ওভারে জয় পেল ভারত। বামহাতি পেসার আর্শদীপ সিং বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মাত্র ২ রান খরচায় ২ উইকেট তুলে নেন, আর সেই ভরসাতেই জয়ের হাসি ফুটে ওঠে সূর্যকুমার যাদবের দলের মুখে।

মূল খেলায় শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। হার্ষিত রানার বলে দাসুন শানাকা লং-অন অঞ্চলে শট খেললেও অর্শদীপের ফিল্ডিং মিসে লঙ্কানরা নেন ২ রান (যদিও ৩ রান নেওয়ার সুযোগ ছিল)।

ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে ভাগ্য আর সঙ্গ দেয়নি আশালঙ্কাদের।

 

সুপার ওভারের প্রথম বলেই কুশল পেরেরা আউট হন আর্শদীপের বলে। পঞ্চম বলে শানাকাও ফেরেন ডিপ থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে।

মাত্র ২ রানেই থেমে যায় শ্রীলঙ্কা। জবাবে ভারতের প্রয়োজন ছিল ৩ রান। প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার ডেলিভারি এক্সট্রা কাভারে পাঠিয়ে সহজে ৩ রান নিয়ে ম্যাচ জিতিয়ে নেন সূর্যকুমার যাদব।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলে ভারত।

দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে জুটি গড়ে দলের ভিত শক্ত করেন অভিষেক শর্মা। সূর্য ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার শিকার হলে ভাঙে এ জুটি। এরপর তিলক ভার্মাকে নিয়ে কিছুক্ষণ পার্টনারশিপ গড়লেও নবম ওভারে আসালাঙ্কার বলে থামেন শর্মা। তবে এর আগেই তিনি ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

 

চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ৪১ বলে ৬৬ রানের জুটি গড়েন।

স্যামসন ২৭ বলে ৩৯ রান করেন। তিলক ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অক্ষর ১৫ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে ২০২ রানে পৌঁছে দেন।

 

জবাবে তৃতীয় বলে কূলশ মেন্ডিসকে হারালেও কূশল পেরেরাকে সঙ্গে নিয়ে ১২৭ রানে জুটি গেড়েন নিশাঙ্কা। ৩২ বলে ৫৮ রান করে পেরেরা আউট হলেও একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন  নিশাঙ্কা। ৫৮ বলে খেলেন ১০৭ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। হার্ষিত রানার করা ওভারের প্রথম বলে ফাইন লেগে ক্যাচ আউট হন নিশাঙ্কা। শেষ ২ বলে দরকার ছিল ৭ রান। পঞ্চম বলে সানাকা বাউন্ডারি হাঁকালে শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৩ রান। ২ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে শেষ হাসি হাসে ভারত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন