আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সারজিস আলম

gbn

রুমানা আক্তার ||

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এদের দলকে নিষিদ্ধ করতে হবে। এ দলের বিচার করতে হবে।

২৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দুপুরে মৌলভীবাজারের একটি রেস্টুরেন্টে দলের সম্ন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন আইনগত বাধা না থাকার পরও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।

এই সভায় কেন্দ্রীয় কমিটির নেতা প্রীতম দাশসহ এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্তিতিত ছিলেন। এসময় সারজিস আলম বলেন অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা তাদের সীমাবদ্ধতা। এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। তিনি বলেন, নিউ ইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্র্বতী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে। অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

এ সময় এনসিপির যুগ্ন আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ন সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সমন্বয়ক সভা শেষে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন