১০৮ বছর পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য

gbn

বেলফোর ঘোষণার ১০৮ বছরর পর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯১৭ সালে “প্যালেস্টাইনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার” সমর্থন জানিয়েছিল যুক্তরাজ্য। একইসঙ্গে এটি ঘটল ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্র গঠনের ৭৭ বছর পর।

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রবিবার এক ভিডিও বিবৃতিতে বলেন, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি ও দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নিচ্ছি।

 

যুক্তরাজ্য সরকার গত জুলাইয়ে ঘোষণা করেছিল, তারা বহুদিনের অবস্থান পরিবর্তন করবে—যে অবস্থান অনুযায়ী সর্বোচ্চ প্রভাব তৈরির মুহূর্তে স্বীকৃতি দেওয়া হবে। তবে এই পরিবর্তন নির্ভর করবে ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করা, একটি দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ হওয়া এবং উপত্যকায় আরো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ওপর।

কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি সেনারা গাজা শহর দখলের জন্য ধারাবাহিকভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, একইসঙ্গে দুর্ভিক্ষপীড়িত জনগোষ্ঠীকে অনাহারে ও বাস্তুচ্যুত করে রাখছে।

 

অধিকৃত পশ্চিম তীরেও প্রতিদিন ইসরায়েলি সেনাদের অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েল ওই অঞ্চলকে দখল ও সংযুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা কার্যত পূর্ব জেরুজালেম রাজধানী করে একটি সন্নিহিত ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে “সমাধিস্থ” করতে চায়।

এই ঐতিহাসিক পদক্ষেপটি এসেছে এমন এক সময়ে, যখন কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরুর দুই দিন আগে এ ঘোষণাগুলো এলো, যেখানে দীর্ঘ দশক ধরে দখল ও বর্ণবৈষম্যের শিকার ফিলিস্তিনের সার্বভৌমত্ব ইস্যুটি প্রধান আলোচ্য।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন