পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ডা. কুতুব উদ্দিন অ‍্যাডুকেশন ট্রাস্টের সিরাত প্রতিযোগিতা

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করেছে আলহাজ¦ ডা. মো: কুতুব উদ্দিন অ‍্যাডুকেশন ট্রাস্ট, মৌলভীবাজার। শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা ভ‍্যানুতে শুরু হয় প্রতিযোগিতা। এতে মৌলভীবাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডা. মো. কুতুব উদ্দিন অ‍্যাডুকেশন ট্রাস্টের পরিচালক মাওলানা মুফতি মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম। ট্রাস্টের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আজির উদ্দিন পাশা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, বড়হাট আবু শাহ (র.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইউনুছ আলী, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর পরিচালক ও নির্বাহী প্রধান কবি মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল, বাড়ন্তি দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ফরিদ আহমদ, আলহাজ্ব ডা. মো. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের পরিচালক মাওলানা মো: জহিরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ নাসির খান, ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ফকির, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মকবুল হোসেন খান, ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন, আনজুমানে আল ইসলাহ, মৌলভীবাজার জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা কবির আহমদ, কনফিডেন্ট কে. জি এন্ড হাই স্কুলের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল। উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূবদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, সহকারী সম্পাদক ওমর ফারুক নাঈম, জেলা তালামীযের সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাফি, সদর তালামীযের সাধারণ সম্পাদক মাসুম হাজারী, মৌলভীবাজার শহর তালামীযের সাধারণ সম্পাদক শাহী উদ্দিন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান পারভেজ, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ সনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউর রহমান শিপু, ১০নং নাজিরাবাদ ইউনিয়ন তালামীযের সভাপতি ওয়াহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান দুইটি গ্রæপের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি দুই গ্রæপে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২৪ জনকেও বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের জন্য ছিলো উপহার। ক গ্রæপের প্রথম পুরস্কার পান দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী নাজিফা জান্নাত, দ্বিতীয় হন সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের তাসনিম আক্তার সুহানা ও তৃতীয় স্থান অর্জন করেন নুতন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বুশরা কবির সায়মা। খ গ্রæপের প্রথম পুরস্কার অর্জন করেন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফারজানা তালুকদার মায়রা, দ্বিতীয় হন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সৈয়দা সাবিলুন নাজাত হানিফা ও তৃতীয় স্থান অর্জন করেন নুতন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের খাদিজা জান্নাত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন