Bangla Newspaper

কাদের খানের মৃত্যুতে বলিউডে শোক

54

বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান (৮১) আর নেই। কানাডার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিকেলেই তিনি কোমাতে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। ১৭ সপ্তাহ ধরে তিনি হাসপাতালেই ছিলেন। আজ মঙ্গলবার সকালে কাদের খানের মৃত্যুসংবাদ বলিউডে দ্রুত জানাজানি হয়। এরপর বলিউডজুড়ে নেমে আসে শোকের ছায়া। বলিউডের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এ অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন।

অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখের খবর। আমার প্রার্থনা ও সান্ত্বনা রইল। অসাধারণ একজন স্টেজ আর্টিস্ট আর খুব ভালো একজন অভিনেতা ছিলেন। আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। খুব ভালো একজন সহ-অভিনেতা। দক্ষ একজন লেখক, আর তিনি গণিত বিশেষজ্ঞও ছিলেন!

অনুপম খের লিখেছেন, ‘কাদের খান আমাদের দেশের একজন সূক্ষ্ম অভিনেতা। সেটে তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। খুব ভালো লেখক ছিলেন। তাঁকে খুব মিস করব।’

Comments
Loading...