
ঝিনাইদহ প্রতিনিধি ||
নির্বাচনকে সামনে রেখে আজ পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। ফলে সর্বত্রই এখন গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আজকের অভিযানে জামায়াতের ৩১ কর্মীসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এই গ্রেফতার আভিযান চালানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মিলু মিয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে ঝিনাইদহ সদর থানায় ৩৭ জন, হরিণাকুন্ডুতে ৬ জন, শৈলকুপায় ২২ জন. কালীগঞ্জে ১৪ জন, কোটচাঁদপুরে ১৬ জন ও মহেশপুর উপজেলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬টি হাত বোমা ও ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে বলে অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান। এদিকে ধানের শীষ প্রতিকের দুই প্রার্থী ঝিনাইদহ–৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ–১ আসনের আসাদুজ্জামান মুঠোফোন অভিযোগ করেন, ভোটের মাঠ ফাঁকা করার জন্য নিরীহ এ সব ভোটারদের গ্রেফতার করছে পুলিশ। রাতের বেলা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সাথে গ্রামে গ্রামে গিয়ে ভোটার ও এজেন্টদের হুমকি ও গ্রেফতার করছে।