রফিকুল ইসলাম কামাল//
মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
পুরো আয়োজনটি ছিল গত বছরের ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ঘিরে নির্মিত, যেখানে শিক্ষার্থীদের বেদনাদায়ক অভিজ্ঞতা, প্রতিজ্ঞা ও সৃজনশীলতাকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ছিল একটি ফটো এক্সিবিশন, যেখানে ‘জুলাই আন্দোলন ২০২৪’-এর বিভিন্ন মুহূর্তের চিত্র তুলে ধরা হয়। এরপর প্রদর্শিত হয় একটি বিশেষ ডকুমেন্টারি, যা সেই সময়কার বাস্তবতা, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আন্দোলনের নানা দিককে ফুটিয়ে তোলে। ডকুমেন্টারির পরে কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে কথা বলেন।
পরে ‘জুলাই আন্দোলন’ বিষয়ক গ্রাফিতি উন্মোচন করা হয়, যা ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব, যার মাধ্যমে জুলাইয়ের আবেগ ও বার্তা তুলে ধরা হয়।
এছাড়াও, আয়োজনস্থলে একটি রক্তদান বুথ স্থাপন করা হয়, যা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স (PUSAB), মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সহযোগিতায় বাস্তবায়িত। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদানের এই উদ্যোগটি একটি মানবিক বার্তা পৌঁছে দেয়।
এই আয়োজনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়,বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, বোর্ড অব স্ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি।প্রত্যেকের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হতে পেরেছে।
সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আজ ছিল স্মৃতিমেদুর ও অনুপ্রেরণায় পরিপূর্ণ। “রিমেম্বারিং জুলাই” আয়োজনটি উপস্থিত সকলের হৃদয়ে এক অনন্য দাগ রেখে যায়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন