মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মীর বাইকে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মীর জনির উপর হামলা চেষ্টা ও মোটর বাইকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী জনি অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার উপর হামলার চেষ্টা করে এবং মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়াস সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জনি গুজারাই এলাকার বাসিন্ধা।
জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসের চৌধূরী আমিন বলেন, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা জনির উপর হামলার চেষ্টার করে এবং জনির ব্যবহৃত মটর সাইকেল আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি আবগত করেছি।
মৌলভীবাজার জেলার সিনিয়র পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাশেদুল ইসলাম পিপিএম বলেন, হঠাৎ করে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।