আগ্রাসন পুনরায় হলে আরও কঠিন জবাব পাবে: ইরানের শীর্ষ জেনারেল

gbn

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোররহিম মুসাভি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তারা ইরান থেকে আরও কঠিন জবাব পাবে।

লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, ইরান এখনো তার সমস্ত সামরিক সক্ষমতা ব্যবহার করেনি।

 

তিনি বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থা সাম্প্রতিক আগ্রাসনে বড় ধরনের পরাজয় বরণ করেছে। তারা যদি আবারও ভুল করে, তাহলে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী তাদের আরও কঠিন জবাব দেবে।

ইরানের শীর্ষ এই সেনা কর্মকর্তা বলেন, বহু বছর ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ইরানকে টার্গেট করে দেশটিকে বিভক্ত ও দুর্বল করতে চায় এবং এ কাজে পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর সরাসরি হামলা চালায়। এতে দেশটির বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালায়। যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

জবাবে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালায়। ২৪ জুন ইরানের পাল্টা জবাবের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়।

মুসাভি আরও বলেন, ইরান তার নীতিগত অবস্থান থেকে কখনো পিছু হটবে না এবং ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন