ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ

gbn

ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে যার বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছেন যে, মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন। তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

 

খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ। হোয়াইট হাউজের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন। তিনি একবার বলছেন, আমি তা বলতে পারি না। আবার বলেছেন, আমি করতেও পারি, নাও করতে পারি।

 

এদিকে হোয়াইট হাউজের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা বলছেন, তারা ইরানে ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে, ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তারা ট্রাম্পকে এই যুদ্ধের গতিশীল অংশে সরাসরি জড়িত না হওয়ার জন্য অনুরোধ করছে।

 

 

 

মধ্যপ্রাচ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে, এগুলো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয় বরং প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে অবস্থান করবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন