Bangla Newspaper

কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

37

জিবি নিউজ24 ডেস্ক //

সৌদি আরব ও কাতারের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে দাওয়াত দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেজন্যেই কাতারের আমিরকে লিখিত দাওয়াত দেওয়া হয় সৌদি বাদশাহর পক্ষ থেকে।

শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনো জানা যায়নি।

Comments
Loading...