ফিরলেন পারভেজ ইমন, বাদ পড়লেন শান্ত

gbn

প্রথম ম্যাচে সেঞ্চুরি করে একাই বাংলাদেশকে জিতিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তার ৯ বছর পর দ্বিতীয় সেঞ্চুরি এলো পারভেজ হোসেন ইমনের ব্যাটে। সেই ইমনকেই বাদ দেয়া হলো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

কেন ইমন নেই? এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলে বিসিবি থেকে জানানো হয়, ইনজুরিতে ভুগছিলেন ইমন। দ্বিতীয় ম্যাচটি খেলার কথা থাকলেও ঝুঁকি এড়াতে তাকে একাদশে রাখা হয়নি। পরিবর্তে দলে আনা হয় নাজমুল হোসেন শান্তকে। তিনি ব্যাট হাতে করেছিলেন ২৭ রান।

 

শারজায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। বাদ দেয়া হয়েছে নাজমুল শান্তকে। বাদ পড়েছেন নাহিদ রানা এবং তানভির ইসলাম। এ দু’জনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ এবং সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

আগের ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাহিদ রানার। কিন্তু অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি তিনি। ২টি উইকেট নিলেও ৪ ওভারে বেদম পিটুনি খান। হজম করেন ৫০ রান।

 

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশ

 

 

 

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাসার, মুহাম্মদ জোহাইব, হায়দার আলি, এথান ডি’সউজা, মাতিউল্লাহ খান, সগির খান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন