হাকিকুল ইসলাম খোকন,
আন্তঃদেশীয় করিডোর একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সামরিক নিরাপত্তার প্রশ্ন জড়িত। বিশ্বের সর্বত্র যুদ্ধক্ষেত্রে ‘মানবিক করিডোর’ শেষমেশ সামরিক তাৎপর্য নিয়ে হাজির হয়ে যায়। ফলে প্রস্তাবিত এই উদ্যোগে বাংলাদেশের স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চিয়তা নিয়ে জনগন চরমভাবে উদ্বিগ্ন এবং এটি দীর্ঘমেয়াদে দেশের জনগণের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
তাই ‘মানবিক করিডোর’ নিয়ে বাংলাদেশের অসাংবিধানিক সরকারের অপরিণামদর্শী একক সিদ্ধান্তের প্রতিবাদে ১১ মে রোববার বিকাল সাড়ে ৬ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজা এবং ১৯ মে ,সোমবার দুপুর ২টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘বাংলাদেশী ডায়াসপোরা ইউএসএ’র এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে। উভয় প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ হবার আহবান জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন