ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের হামলার জবাবে দেশের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ক্ষমতা সম্পর্কিত সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক ডেকেছেন তিনি।
শনিবার জাতীয় জাতীয় কমান্ড কর্তৃপক্ষের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
বিবিসির খবরে বলা হয়, ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।
এদিকে উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন