যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক পার্টির মে দিবস উদযাপন

gbn

হাকিকুল ইসলাম খোকন, 

গত ৩রা মে ,শুক্রবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কের এস্টোরিয়ায় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখা ১লা মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হারুন অর রশিদের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান ।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সভাপতি শফিউল আলম, প্রধান বক্তা জাপার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানান। একই সাথে মহান মে দিবসে  বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান ।মহান মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা, সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করতে শেখায়। বর্তমানে  দেশে প্রেমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত নিপীড়িত ও নিষ্পেষিত। শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন