গোবিন্দগঞ্জে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা //
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় চিঠি পেয়ে অংগ্রহণের লক্ষ্যে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে শামীম কায়ছায় লিংকন এর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে মনোনয়ন গ্রহণ করেন থানা বিএনপির সদস্য মঞ্জুরুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জেলা সদস্য কাজী লিপন, থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, থানা বিএনপির সদস্য রতন চন্দ্র ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী আলম, শ্রমিক দলের থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আজাদুল ইসলাম ও শহিদুল ইসলাম রতন ঘোষসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।