ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া

gbn

কাশ্মীরের পহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সমর্থন জানান বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, হেগসেথ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। পাশাপাশি, ভারতের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

 

ফোনালাপে রাজনাথ সিং বলেন, পাকিস্তান বহুদিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করে আসছে। তারা এখন একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের সহায়তায় অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। রুবিও ভারতের অবস্থানকে সমর্থন জানালেও, বর্তমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন।

 

এদিকে, বিজয় হোক বা সংকট- সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। তিনি বলেন, চীন কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের সাথে ছিল, আছে ও থাকবে।

অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সাত দিন ধরে চলা গোলাগুলির মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার (১ মে) ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাংক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই মহড়া “যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাকিস্তান সেনারা ভারতের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। পরে সীমান্তে পূর্ণমাত্রার মহড়া চালানো হয়।

 

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন