‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প

gbn

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মেটার সিইও মার্ক জাকারবার্গ ‘দারুণ’ কাজ করছেন এবং তার দ্বিতীয় মেয়াদে তারা নিজেদের নীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

‘তারা এখন আমাকে সম্মান করেন’
অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, আগে যারা তার সমালোচনা করতেন, তাদের অনেকেই এখন তাকে ‘সম্মান’ করেন। এই তালিকায় বেজোস ও জাকারবার্গ ছাড়াও অন্য ধনকুবেররা রয়েছেন।  

তিনি আরো বলেন, ‘এটা একধরনের উচ্চ স্তরের সম্মান।

জানি না, হয়তো শুরুতে তারা আমাকে চিনতেন না, এখন চেনেন।’

 

প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন ও মেটা—এই দুই কম্পানি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছিল। সেই সময় ট্রাম্প এক বন্ধুকে ফোনকলের তালিকা দেখিয়ে জানান, অনেক ধনকুবেরই তাকে ফোন করেছিলেন। এ তালিকায় ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গ।

 

বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প যা বললেন
বেজোস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি একাই ১০০। তিনি দারুণ।’

জাকারবার্গের ব্যাপারেও একই মন্তব্য করে তিনি বলেন, ‘জাকারবার্গও দারুণ।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন বেজোস মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট ফেব্রুয়ারিতে মতামত লেখকদের ব্যক্তিগত স্বাধীনতা ও মুক্ত বাজারসংক্রান্ত লেখার ওপর নিষেধাজ্ঞা দেয়।

 

অন্যদিকে জাকারবার্গ রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে মেটার ফ্যাক্ট-চেকিং প্রগ্রাম বন্ধ করে দেন। তবে ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার পর মেটা ট্রাম্পের সোশ্যাল অ্যাকাউন্ট দুই বছরের জন্য স্থগিত করেছিল। ট্রাম্প ২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করেন, যা পরবর্তীতে ২৫ মিলিয়ন ডলারে নিষ্পত্তি হয়।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ
নিজের দ্বিতীয় মেয়াদ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘প্রথমবার আমার দুটো কাজ ছিল—দেশ চালানো আর টিকে থাকা; আমার চারপাশে ছিল সব দুর্নীতিবাজ লোক। আর দ্বিতীয়বার আমি দেশ চালাই, বিশ্বও চালাই।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন