ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫’নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের ২১৯/৬৭ আর মেইন আন্তর্জাতিক পিলারের নিকট এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৬’বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাশার ও ৬০’বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এইচ এন জোশী নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকে সীমান্তে পরিস্থিতি,চোরাচালান,মাদক পাচার রোধ বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকালীন সময়ে সীমান্তে সতর্কতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়। ###