নিউইয়র্কে এ বছর সর্বনিম্ন ফিতরা ৮ ডলার

gbn

হাকিকুল ইসলাম খোকন,,

  পবিত্র হাদিস অনুসারে নারী—পুরুষ, স্বাধীন—পরাধীন, শিশু—বৃদ্ধ, ছোট—বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান ওয়াজিব। ঈদের নামাজের পূর্বেই সকলকে ফিতরা প্রদান করতে হয়। নিউইয়র্কে এ বছর ফিতরা নির্ধারণ করা হয়েছে মাথাপিছু সর্বনিম্ন ৮ ডলার আর ওপরে ৩০ ডলার। জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মওলানা আবু জাফর বেগ এ প্রতিবেদককে জানান, এ বছর তাঁরা নূন্যতম ফিতরা নির্ধারণ করেছেন ১০ ডলার, আর সর্বাধিক ৩০ ডলার। জেএমসি একটা মধ্যম ফিতরা নির্ধারণ করেছে ১৫ ডলার।
অপর পক্ষে ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আবুল হাশেম জানিয়েছেন, তারা এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, বার্লির হিসাবে ১৫ ডলার, কিসমিসের হিসাবে ৩৮ ডলার আর খেজুরের হিসাবে ৪০ ডলার।

নিউ হাইড পার্কের হিলসাইড ইসলামিক সেন্টার থেকে আজিজ ভুঁইয়া জানিয়েছেন তারা সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, ১৫ ডলার বার্লির হিসাবে, ৩৮ ডলার কিসমিসের হিসাবে আর খেজুরের হিসাবে ৪০ ডলার।
ম্যানহ্যাটানের মদিনা মসজিদের প্রেসিডেন্ট এডভোকেট নাসিরউদ্দিন জানান, এই মসজিদ সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে ১১ ডলার।
ব্রংক্সের নর্থ ব্রংক্স জামে মসজিদ সর্বনিম্ন ১৫ ডলার, পার্কচেস্টার জামে মসজিদ ১৫ ডলার আর বাংলাবাজার জামে মসজিদ ১২ ডলার ফিতরা নির্ধারণ করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন