মৌলভীবাজারে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত

জিবি নিউজ24 ডেস্ক //
রোববার ( ৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর ও সূচনা কর্মসূচী সহায়তায় অনুষ্টিত হয়।
জেলা শিশু বিষায়ক কর্মকতা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় ও সির্ভিল সার্জন ডাঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বাস্থ্য সেবা স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ হাজিজুর রহমান চৌধুরী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানন গো।
জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা নিয়ে উপস্থাপন করেন, জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডাঃ নাজমুস সেলেহীন,সহকারী পরিচালক ডাঃ রেজওয়ানা আহমেদ।
কর্মশালা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা এনজিও প্রতিনিধি ও সাংবাদিরা উপস্থিত ছিলেন