আইপিএলে তামাক-মদের বিজ্ঞাপন নিষিদ্ধের আহ্বান

gbn

আইপিএলে সব ধরনের তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চলাকালীন এবং জাতীয় টেলিভিশন সম্প্রচারে কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহাপরিচালক (ডিজিএইচএস) অতুল গোয়েল এক সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে।

 

চিঠিতে তামাক ও মদের ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। যেখানে উল্লেখ করা হয়, ভারতে ক্যান্সার, ফুসফুসের রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের অনেক রোগী রয়েছেন। ফলে এসব ক্ষতিকর দ্রব্যের বিস্তৃতি ঘটলে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

তিনি জানান, তামাক ও মদের ব্যবহার এই রোগগুলোর অন্যতম প্রধান কারণ। বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতি বছর প্রায় ১৪ লাখ মানুষের মৃত্যু ঘটে। এছাড়া মদ ভারতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ মনঃপ্রভাবকারী (সাইকোঅ্যাকটিভ) পদার্থ হিসেবে চিহ্নিত।

 

গোয়েল বলেন, ‘ক্রিকেটাররা সমাজে আদর্শ (মানুষ) হিসেবে গণ্য হন এবং তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব জনস্বাস্থ্য প্রচার ও সরকারি স্বাস্থ্য উদ্যোগকে সমর্থন করা।’

 

গোয়েল আইপিএল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যেন তামাক ও মদের প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। এছাড়া সব ধরনের ক্রীড়া স্থাপনা ও সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে তামাক ও অ্যালকোহলজাত পণ্য বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার আহ্বানও জানান ডিজি।

উল্লেখ্য, আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ।

 

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন