মৌলভীবাজারের কমলগঞ্জে ছোট ভাইয়ের আঘাতে আহত বড় ভাই মারা গেছেন

জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড় ভাই মারা গেছেন। গত ২৬ নভেম্বর দুপুরে কালারায়লিগ্রামে এ ঘটনায় আহত বড় ভাই সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের নাম কৃঞ্চ কান্ত সিংহ (৫৫)। তার ছোট ভাই লাল মোহন সিংহ (৩০) কুলাউড়া ইউএনও অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে চাকুরিরত।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভাই লাল মোহন সিংহের সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই কৃঞ্চ কান্ত সিংহের। ২৬ নভেম্বর বাড়ির পাশের সবজি ক্ষেত পরির্চচার জমিতে গেলে কৃঞ্চ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন ছোট ভাই লাল মোহন সিংহ। মাথায় আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় পর থেকে সরকারি চাকুরীরত ছোট ভাই লাল মোহন সিংহ সপরিবারে পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে রুমা সিনহা বলেন, ‘বাবাকে আমার কাকা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। হত্যাকারীর বিচার চাই।’

তিনি জানান, পরিবারে পক্ষ থেকে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ সৎকার করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন