লিটনের পারফরম্যান্স ভালো ছিল না, সাকিব প্রসঙ্গ এড়িয়ে গেলেন সিমন্স

gbn

ফর্মে ধারাবাহিকতা না থাকলেও আইসিসি ইভেন্টে লিটন দাসের বেশ কয়েকটি মনে রাখার মতো ইনিংস আছে। সেই লিটন এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই।

সদ্য সমাপ্ত বিপিএলেও শুরুর দিকে হাসছিল না লিটনের ব্যাট। তবে শেষদিকে এসে কয়েকটি ভালো ইনিংস খেলেছেন। আছে ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসও।

 

লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন বলে জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে লিটন যখন বাদ পড়েন, তখন ফর্মে ছিলেন না সেটিও অস্বীকার করছেন না।

আজ (সোমবার) শেরে বাংলায় সংবাদ সম্মেলনে সিমন্সের কাছে প্রশ্ন ছুটে গিয়েছিল, ১৫ সদস্যের দলে একজন খেলোয়াড় নেই, যিনি আইসিসি ইভেন্টে ভালো পারফর্ম করেছেন। আপনি তাকে মিস করবেন?

 

জবাবে সিমন্স বলেন, ‘মজার ব্যাপার হলো, আমি তার সঙ্গেই কিছুক্ষণ আগে কথা বললাম। আমরা জানি, দল নির্বাচিত হলে খেলোয়াড়দের মধ্যে হতাশা আসতে পারে। তবে সে বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করছে। বিপিএলে তাকে আবার ফর্মে ফিরতে দেখা গেছে। এমন একজন খেলোয়াড় অবশ্যই মিস করব। তবে সে স্বীকার করেছে যে, দল নির্বাচনের সময় তার পারফরম্যান্স ভালো ছিল না। সে কঠোর পরিশ্রম করে দলে ফেরার চেষ্টা করছে।’

বিপিএলে এবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। কিন্তু চ্যাম্পিয়ন দলে থাকার পরও একাদশে নিয়মিত ছিলেন না নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়ক খেলেননি ফাইনাল ম্যাচটিও।

শান্তর মাঠের ক্রিকেটে না থাকা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রভাব ফেলতে পারে কিনা? সিমন্স অবশ্য তেমন মনে করেন না। তার কথা, ‘অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পর্যাপ্ত ম্যাচ টাইম পায়নি। তবে তার গত তিন-চার মাস ভালোই গিয়েছে। তাছাড়া, সে দারুণ খেলোয়াড়। আমি হয়তো আপনাদের একটি জিনিস বলিনি; যখন সে খেলেনি, ঠিকই কঠোর পরিশ্রম করেছে। সে জানতো সে খেলবে না, তাই সে নিজের কাজটা করে গেছে। এটি একটি মানসিক শক্তির বিষয়। দলের সবার মধ্যেই এই মানসিকতাটা আছে।’

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া তরুণ পেসার নাহিদ রানা এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। তাকে কি বিপিএলে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে কিনা? শেষের কয়েকটি ম্যাচে গতিও কমে যেতে দেখা যায়।

নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, ‘হ্যাঁ, শেষ কয়েকটি ম্যাচে সে সাধারণের চেয়ে ধীর দেখাচ্ছিল। এমনকি রান আপও স্বাভাবিকের তুলনায় ছোট মনে হচ্ছিল। তবে গতকাল সে বিশ্রামে ছিল, যা খুব গুরুত্বপূর্ণ। ফলে, গতকাল তাকে আবার শার্প দেখাচ্ছিল। গতি ফিরেছে এবং তার রান আপও স্বাভাবিক গতি পেয়েছে, যেমনটি আমরা ক্যারিবিয়ানে দেখেছি।’

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞায় দেশসেরা অলরাউন্ডার এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই।

 

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা না থাকলে তিনি কি দলে থাকতে পারতেন? সিমন্স এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন সরাসরি। বললেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না।’

 

সংবাদ সম্মেলনে আসে সিমন্সের চুক্তির প্রসঙ্গও। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই তার সঙ্গে চুক্তি বিসিবির। সেই চুক্তি কি বাড়তে পারে? কী কথা হয়েছে? সিমন্স জানালেন, ‘চুক্তি টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত রয়েছে। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন