বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

 জিবিনিউজ 24 ডেস্ক //

বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগ।  

রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্তরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।    

ঘন্টাব্যাপী মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, সহ সভাপতি আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আলী টিপু।  
 
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে। তারা ভিন্ন কোনো  উদ্দেশ্য নিয়ে এসব করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। এসকল ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে।মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন