পাঠ্যবইয়ে নিজের গল্প, যে প্রতিক্রিয়া জানালেন জ্যোতি

gbn

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি এখন দেশের পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। পুরোনো বই থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি সরিয়ে সেখানে নতুন করে জায়গা দেওয়া হয়েছে নিগার সুলতানা, রানী হামিদ এবং জামাল ভূঁইয়ার মতো ক্রীড়াব্যক্তিত্বদের।

সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানার ছবি সংযোজন করা হয়েছে। এছাড়া কাজী সালাউদ্দিনের স্থানে যুক্ত হয়েছে দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদের নাম। শচীন টেন্ডুলকারের জায়গায় জায়গা পেয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নাম ও ছবি বইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে।  

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসেন নিগার সুলতানা জ্যোতি। পাঠ্যবইয়ে জ্যোতির নামে গল্প নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে জানান, এটি তিনি জানতেন না। মায়ের থেকে প্রথম শুনেছেন। শুধু তাই নয়, জ্যোতির চেয়েও তার পরিবারের সদস্যরা এ নিয়ে বেশি উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘গতকাল আম্মু এ বিষয়ে বলতেছিল। হয়ত আমার মা কোথাও থেকে শুনেছে ব্যাপারটা। ভালো লাগার বিষয়। কিন্তু, আমার থেকে মনে হয় আমার পরিবার বেশি খুশি এ বিষয়ে।’

এদিকে, সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি সংযোজন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তি বই থেকেও পরিবর্তন করা হয়েছে বেশ কিছু বিষয়। সেখানে আগে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিবের একটি ছবি ব্যবহার করা হয়েছিল, যা নতুন বইয়ে বাদ দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি যুক্ত করা হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন