ইন্দোনেশিয়ার পালু শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজারে

জিবি নিউজ24 ডেস্ক //
ইন্দোনেশিয়ার পালু শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজারে ঠেকেছে বলে জানিয়েছেন স্থানীয় সেনা মুখপাত্র এম. তোহির। তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে গত ২৮ সেপ্টেম্বর। প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে পালুর শহর। পাঁচ হাজার মানুষ এখনো নিখোঁজ।
তোহির বলেন, এক হাজার নয়শ ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। ফলে নিহতের সংখ্যা যে বাড়তে পারে, সেই শঙ্কা থাকছেই।
যদিও জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ধ্বংসস্তুপের নিচে এখন যাদের পাওয়া যাচ্ছে তারা সবাই মৃত। ১১ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চলবে। ওই দিন নিখোঁজদের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে।