নুশ্রীর তোলা সব অভিযোগ নোটিশে অস্বীকার, ক্ষমা চাইতে আইনি নোটিশ নানার

জিবি নিউজ 24 ডেস্ক//
তনুশ্রী দত্তকে নোটিশ পাঠালেন নানা পাটেকর। গতকাল নানা পাটেকরের আইনজীবী রাজেন্দ্র শিরোদকর জানান, তাঁদের পক্ষ থেকে নোটিশ পাঠান হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। গানের শুটে নানা পাটেকর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ তনুশ্রীর।
এরপরই নানা পাটেকর আইনি নোটিশ পাঠান। এ প্রসঙ্গে আইনজীবী শিরোদকর বলেন, তনুশ্রীর তোলা সব অভিযোগ নোটিশে অস্বীকার করা হয়েছে। তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি ক্ষমা না চান, তাহলে আইনি ব্য়বস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।
নানা পাটেকর এখন রাজস্থানের জয়সেলমেরে। ব্যস্ত হাউসফুল ফোরের শুটিংয়ে। অন্যদিকে তনুশ্রী আগেই জানিয়ে দিয়েছেন, তিনি কোনও আইনি নোটিশে ভয় পান না।