রাশিয়ায় ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

রুশ কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, তারা দেশজুড়ে রাতভর ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ হামলায় এক নারী নিহত হয়েছেন, আবাসিক ভবনে আগুন লেগেছে এবং মস্কোতে বিমান চলাচল বন্ধ হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, মস্কো অঞ্চলের রামেনসকয়েতে দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ৪৬ বছর বয়সী এক নারী মারা গেছেন এবং তিনজন আহত হয়েছে।

৪৩ জনকে অস্থায়ী আবাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এদিকে ইউক্রেন এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ক্রেমলিন মঙ্গলবার বলেছে, এই হামলায় ইউক্রেন রাশিয়ার শত্রু। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই হামলা রাশিয়ার ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থার বাধা দেওয়া ১৪৪টি ড্রোনের অর্ধেক ছিল ব্রায়ানস্কের পশ্চিম সীমান্ত অঞ্চলে, ২০টি মস্কোতে এবং ১৪টি কুরস্ক অঞ্চলে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করা এবং রাজধানীতে পরিষেবা দেওয়া ৩০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন