হাকিকুল ইসলাম খোকন,,,৩১শে আগষ্ট, ২০২৪,শনিবার, রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাঁকজমকপূর্ন এক মিলনমেলার আয়োজনের কথা থাকলেও বিএনপির ভারঃচেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উক্ত অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু,ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছিত, সাবেক সভাপতি শামছুজ্জোহা বাবলু ও কানেকটিকাট বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হিমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক এম. ওয়াহিদ রহমান এবং দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুুগ্ম-সম্পাদক লায়েক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহাতাব আহমেদ, আফজাল শিকদার, মার্শাল হক, এলেন ইলিয়াছ মানিক চৌধুরী,অধ্যাপক শাহাদাত হোসেন শাহিন, লিটু হোসেন, মাহফুজুর রহমান, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, ইলিয়াস মিয়া, রফিকুজ্জামান জুয়েল, লোকমান হোসেন, কামাল হোসেন তরুন, শহিদুল ইসলাম পলাশ, মিজানুর রহমান জমশেদ, এ্যাডভোক্চ শামছুন খান লাকি, সেলিনা মন্টি, কাজী রোপা ওমর ফারুক টিটু, বদরুল ইসলাম, জন মোহন, মহি উদ্দিন বাবর, রেজাউল করিম জামিল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন