অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই রদবদল চলছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেমন পালাবদলের কাজ শুরু হয়েছে। সেই হাওয়া জাতীয় দলের কোচিং প্যানেলেও পড়তে পারে বলে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে।
এই গুঞ্জন থেকেই চন্দিকা হাথুরাসিংহের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল তার ভবিষ্যৎ সম্পর্কে। বর্তমানে দলের সঙ্গে পাকিস্তানে থাকা প্রধান কোচ জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে চান তিনি। রাওয়ালপিন্ডির সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা কোচ বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।
’
বিসিবিতে রদবদল আসার পর যদি কেউ তাকে সরিয়ে দিতে চায় সেটা তাতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন হাথুরাসিংহে। ৫৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ।
এই সিরিজে ভালো কিছু করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার সুযোগ দেখছেন হাথুরাসিংহে। তিনি বলেছেন, ‘অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মুড ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’ ২০২৩ সালে দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরাসিংহে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন