পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে কুঁচকিতে চোট পান মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে পাওয়া সেই চোটের কারণে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ ওপেনারের। তবে আজ জানা গেছে ভিন্ন কিছু।
দুই টেস্টের সিরিজ থেকে নয়, শুধু প্রথম টেস্ট খেলতে পারবেন না জয়।
২৩ বছর বয়সী ব্যাটারকে এক টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন,‘জয় গত ১৪ আগস্ট ব্যথা অনুভব করার বিষয়টি জানান। পরে তার একটি এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে গ্রেড-১ পর্যায়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন সেরে ওঠার চেষ্টায় আছেন। এমন ইনজুরি সারতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে।
প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না।’
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গত ১৪ আগস্ট চোট পান জয়। চোট পাওয়ায় চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামা হয়নি তার। তবে প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং করেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের ১২২ রানের বিপরীতে একাই করেছিলেন ৬৫ রান। পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে ৩০ আগস্ট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন