ছয় ম্যাচের তিন জয়, তিন হার নিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ স্কচার্সকে তিন উইকেটে হারিয়েছেন ইমন-আফিফরা।
প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হার। চতুর্থ ম্যাচে জিতে পরের ম্যাচে আবারও হারের বৃত্তে ঢুকে যায় আকবর আলীর দল।
শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মাহফুজুর রহমান রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ জয়ে সেমিতে উঠল বাংলাদেশ।
শনিবার (১৭ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করে ১২৯ রানের পুঁজি পায় পার্থ। বাংলাদেশের হয়ে দারুণ বল করে ১৯ রানে ২ উইকেট নেন ডানহাতি পেসার রিপন। বাঁহাতি স্পিনার রাকিবুল ২৭ রানে ধরেন দুই শিকার।
রান তাড়ায় বাংলাদেশের মূল নায়ক রাব্বি। তবে জিসান আলম ২৬ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলী ৩৩ বলে ৩৫ রান করে দলকে রাখেন পথে। শেষ দিকে দ্রুত রান আনার চাহিদায় নেমে ২ চার, ২ ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান যুব দল থেকে উঠে আসা রাব্বি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন