জিবিনিউজ 24 ডেস্ক //
পাওলো দিবালা, সাদিও মানে, ক্রিশ্চিয়ানো রোনালদো, ইব্রাহিমোভিচের পর আন্তর্জাতিক ফুটবলের আরো এক মহাতারকা আক্রান্ত হলেন করোনাভাইরাসে। আফ্রিকান নেশনস কাপ কোয়ালিফায়ারে প্রাক্কালে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ করোনা সংক্রামিত হলেন।
সালাহর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে মিশরের ফুটবল সংস্থা। ফেডারেশের তরফে ফেসবুক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ফুটবল দলের প্রথম মেডিক্যাল টেস্টে দেখা যায়, আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ করোনাভাইরাসে আক্রান্ত। তার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সালাহর শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। দলের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ। সালাহ মেডিকেল প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে রয়েছেন। ডাক্তাররা প্রিমিয়র লিগ ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তার সংস্পর্শে আসা বাকিদেরও আইসোলেশনে রাখা হয়েছে। ফেডারেশন পুনরায় সালাহর করোনা টেস্টের ব্যবস্থা করবে।
সালাহর ক্লাব লিভারপুল প্রিমিয়ার লিগের আসন্ন কয়েকটা ম্যাচে সমস্যায় পড়তে চলেছে নিশ্চিত। কেননা ফর্মে থাকা সালাহ চলতি মৌশুমে ইতিমধ্যেই ৮টি গোল করেছেন। তার অভাব ঢাকার মতো খেলোয়াড় এই মুহূর্তে ক্লপের হাতে নেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন