বাগেরহাটে মাছ উৎপাদনে অবদান রাখায় সম্মাননা পেলেন তিন চাষী

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটে মাছ চাষে অবদান রাখায় ৩ চাষীকে সম্মাননা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আয়োজিত অণুষ্ঠানে এসব চাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন- রামপাল উপজেলার মল্লিকেরবের এলাকার মো. রেদওয়ান মারুফ, মোল্লাহাট উপজেলার কুলিয়া এলাকার আলমগীর শেখ ও মোংলা উপজেলার দক্ষিন কাইনমারী এলাকার শেখ মো. সেলিম। এদের মধ্যে মো. রেদওয়ান মারুফকে বাগদা উৎপাদন, আলমগীর শেখকে গলদা এবং শেখ মো. সেলিমকে তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয়।
মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, সদর উপজেলা পরিষদের ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজ উদ্দিন, সরদার শুকুর আহমেদ প্রমুখ।

এর আগে, মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য চাষী, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন