সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত কোটা সংস্কার আন্দোলনকারী ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা ||

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দায়ের কৃত মামলায় গ্রেপ্তারকৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক ১৬ শিক্ষার্থীর হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্ট) এমএম সেলিম প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আদালতের বিচারক জিয়ারুল ইসলাম তাদের মধ্যে ১২ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী চার জনের ১৮ বছরের নিচে বয়স হওয়ায় তাদের জন্য নারী ও শিশু আদালতে আবেদন করার পরামর্শ দেন।

তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্ট) এমএম সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় গ্রেপ্তারকৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেরই ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আদালতের বিচারক তাদের মধ্যে ১২ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাকী চার জন যথাক্রমে আপন, সিয়াম, তানভীর ও ইব্রাহিমের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের জন্য নারী ও শিশু আদালতে রিমান্ডের আবেদন জানানোর পরামর্শ দেন বিচারক। তিনি আরো জানান, রিমান্ড শুনানিকালে তাকে সহযোগিতা করেছেন রাস্ট্রপক্ষের আইজীবি এপিপি অ্যাডভোকেট ওকালত হোসেন।

এছাড়া আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন