মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার (০৯জুলাই) আরডি আর এস বাংলাদেশ, ইউ এস এ আইডি ও সিসেমি ওয়ার্কশপ এর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। আর ডি আর এস বাংলাদেশ-সিসিমপুর প্রকল্প সমন্বয়কারী জিল্লুররহমানের পরিচালনায় এবং প্রকল্প পরিচালক শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসক বলেন,আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন।শিশুরা খেলার মধ্যেই শিখবে। খেলার মধ্যে তারা বিতর্ক, সহমর্মিতা ও সহযোগিতা করা শিখবে। শিশু যত বেশি খেলবে, তার মেধা তত বেশিবিকশিত হবে। শারীরিক ও মানসিক বিকাশে শিশুরজন্য খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুররহমান, সিসিমপুর প্রকল্পের টিচার-এডুকেশন স্পেশালিষ্ট মো: কামরুজ্জামান কালাম, সিনিয়র ম্যানেজার (আউটরিচ) খলিলুররহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সোবহান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্যকরার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয়েছিল ‘সিসিমপুর’। আনন্দ আর খেলার ছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সিরিজটির হালুম, ইকরি, শিকু, টুকটুকি চরিত্রগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন