এস এম ফজলুঃ আগামী ৪ জুলাই অনুষ্টিত হতে যাওয়া বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের ষ্ট্রার্টফোর্ড ও বো আসনের ওয়াকার্স পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন মৌলভীবাজারের রাজনগরের মেয়ে হালিমা খান।
এতে করে লন্ডনের প্রত্যেক ষ্ট্রার্ট ফোর্ড ও বো আসনের সম্মানিত ভোটারগণের কাছে হালিমা খান কে" ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অনুরুধ করলেন রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান।
হালিমা খান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের বিশিষ্ট সমাজ হৈতষী ব্যক্তি মরহুম আব্দুল হামিদ খানের নাতিন,যুক্তরাজ্য প্রবাসী মোঃ জালাল আহমদ খানের বড় মেয়ে এবং রাজনগরের ৬নং টেংরা ইউনিয়নের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের ভাতিজি।
তাই ষ্ট্রার্টফোর্ড ও বো আসনের প্রত্যেক ভোটারদের প্রতি হালিমা খান কে ভোট প্রদানের অনুরুধ জানান টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন