যশোরের সীমান্ত হতে ১১ টি স্বর্নের বারসহ ২ জন আটক

ইয়ানূর রহমান :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১ টিস্বর্ণের বারসহ (০২ কেজি) ০২ জনকে আটক করেছে ৪৯বিজিবি’র সদস্যরা।আটককৃতরা হল বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীরস্ত্রী সফুরা খাতুন (৬২), ও বভেরবেড় গ্রামের ইব্রাহিমের পুত্রই¯্রাফিল হোসেন(২২)।
৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদআরিফুল হক (পিবিজিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার সকাল ৮টায় বেনাপোল কোম্পানী সদরের হাবিলদার মোঃমোজাম্মেল হোসেন এর নেতৃত্বে একটি অভিযান চালনো
হয়। অভিযানে শিকড়ী পোষ্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকেবাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১১ টি স্বর্ণের বারসহ
২জনকে আটক করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লক্ষ টাকা।আটককৃত আসামীদ্বয়কে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। #