বাংলাদেশের সঙ্গে নিজেদের যে পার্থক্য দেখেন রশিদ

gbn

আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে আফগানিস্তান। আজ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে হারিয়ে দারুণ এই মুহূর্তের জন্ম দিয়েছে আফগানরা। ২০১৪ সালে ক্যারিবিয়ানেই নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তারা। অথচ ২০০৭ থেকে সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও কখনোই সেমিতে যেতে পারেনি বাংলাদেশ।

 

দুই দলের পার্থক্য কোথায়? আজ ম্যাচ শেষে এমন প্রশ্নের আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেছেন, 'বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে… আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী 'হিটার' আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে।

তবে ওদের ব্যাটাররাও ভালো।'

 

আফগানিস্তান ও বাংলাদেশকে একই পর্যায়ের দল মনে করেন জানিয়ে রশিদ আরও বলেন, 'সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি।

আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।'

 

রশিদ এটাও জানিয়েছেন, তাঁর চোখে ভালো-খারাপ দল বলে কিছু নেই। তাঁর মতে, 'আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান।

যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।'

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন