সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক। ঠাৎ করে ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত দুইদিনে তার অবস্থার দ্রুত অবনতি হয়েছে।

গত ৩৮ দিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মস্তিষ্কের স্নায়ুবিক সমস্যা বেড়েছে। রক্ত জমাট বেঁধেছে কিনা, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকরা। হৃদযন্ত্রও ভালো কাজ করছে না। তিনি বর্তমানে ভেন্টিলেশনে আছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনের মাত্রাও বাড়ানো হয়েছে। একইসঙ্গে, কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালাইসিস করতে হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে চিকিৎিসক দলের প্রধান ডা. অরিন্দম কর বললেন, তারাও মিরাকেল এর আশা করছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এর হার্ট, লাংস, কিডনি যথাযথ কাজ করছে না। অক্সিজেন এর পরিমাণও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি অতি সঙ্কটজনক।

হতাশকণ্ঠে ডা. অরিন্দম কর বলেন, চিকিৎসকরা সবরকম চেষ্টা করছেন, কিন্তু দেখে মনে হচ্ছে চিকিৎসকদের চেষ্টাও যথেষ্ট নয়। তিনি বলেন, আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও সঙ্কটজনক হতে পারে। তিনি সবাইকে অনুরোধ করেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য প্রার্থনা করতে।

গত বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার বেলা ১২টা নাগাদ তাকে প্রথম বারের জন্য প্লাজমা থেরাপি দেওয়া হয়।

শুক্রবার তার কিডনির সমস্যা আরো প্রকট হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। আনন্দবাজার জানায়, সৌমিত্রর প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তার রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এ দিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে তার রক্তক্ষরণ হয়নি। যকৃৎ অবশ্য কাজ করছে। সৌমিত্রর স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেওয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন