Bangla Newspaper

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

80

 

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর:প্রতিরোধে সংগ্রাম’ প্রতিপাদ্যেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক
আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নাচোল উপজেলাসদরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আদিবাসী আর্থসামাজিউন্নয়ন সমিতি। র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরেরবিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফিরে এসে আলোচনা সভায়মিলিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।
নাচোল আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমব্রমের সভাপতিত্বআলোচনায় আদিবাসীদের ইতিহাস,সংগ্রাম, সমস্যা ও বর্তমান অবস্থা তুলেধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক,আদিবাসী একাডেমিরসাবেক সভাপতি বিধান সিং,আদিবাসী নেতা রঞ্জনা রানী, বিশ্বনাথ মাহাতোনাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ,আ’লীগ নেতা মোস্তফা কামাল শামীম প্রমুখ। ###

Comments
Loading...