শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ইউরো যাত্রা শুরু করেছে স্লোভাকিয়া। ‘ই’ গ্রুপে ১-০ গোলে হেরে ইউরো মিশনের শুরুতেই হোচট খেলো ব্রুইনা- লুকাকোরা।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম অঘটনের জন্ম দিলো স্লোভাকিয়া। ফিফা র্যাংকিংয়ে তিনে থাকা বেলজিয়ামের এই ম্যাচে জয়টা অনেকাংশেই নিশ্চিত বলে ধরে রেখেছিল ফুটবলবোদ্ধারা।
সে লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। তবে প্রথমার্ধের ৭মিনিটে স্লোভাকিয়ার উইঙ্গার ইভান শ্রানচের গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়া বেলজিয়াম দ্বিতীয়ার্ধেও কোনো গোল শোধ করতে পারেনি। বেশ কয়েকবার গোল বাতিল হওয়ায় স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারতে হলো লুকাকু-কেভিন ডি ব্রুইনাদের।
বেলজিয়াম কেবল নিজেদেরকে দোষারোপ করতে পারে এই হারের জন্য। গোল হজমের পর গোলের সুযোগ তৈরি করেও কখনো স্ট্রাইকারদের ব্যর্থতায় আবার কখনো ভিএআর কিংবা অফসাইডের কারণে কপাল পুড়েছে বেলজিয়ামের। শেষ পর্যন্ত তাদের দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন