নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। ১০৭ রানের টার্গেট ছুড়ে দিয়ে নেপালকে ৮৫ রানে আটকে দেয় টাইগাররা।
সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ করে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই বোলার সোমপাল কামিকে ক্যাচ দিয়ে ফিরেন তানজিদ তামিম।
এরপর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিংয়ের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। এতে দুই ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই লিটন দাসের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তানজিদ, শান্ত, লিটনের পর প্যাভিলিয়নে ফেরেন হৃদয়ও।
এতে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
একের পর এক উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ৭৫ রানে ৮ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে রিশাদের ৭ বলে ১৩ এবং তাসকিনের অপরাজিত ১৫ বলে ১২ রানের কল্যাণে ১০০ পার করে বাংলাদেশ। সর্বোচ্চ ১৭ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
মাহমুদ উল্লাহ করেন ১৩ রান।
সোমপাল কামি, দীপেন্দ্র সিং, রোহিত ও লামিচানে ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নামা নেপালের ইনিংসের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন তানজিম সাকিব। পঞ্চম ও ষষ্ঠ ওভারে পরপর দুই ওভারে উইকেট হারানো নেপাল পাওয়ারপ্লেতে হারায় ৪ উইকেট। সপ্তম ওভারে তানজিম সাকিব চতুর্থ শিকার করেন।
২৬ রানে ৫ উইকেট হারানো নেপালের ষষ্ঠ উইকেটের পতন হয় ৭৮ রানে। ৫২ রানের পার্টনারশিপ করেন দীপেন্দ্র সিং ও কুশল মাল্লা। তবে বেশি দূর যেতে পারেনি নেপাল। ৮৫ রানে অল আউট হয় তারা।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে দুই মেডেনসহ ৪ উইকেট নেন তানজিম সাকিব। ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শেষ ২ বলে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন