জার্মানির হামবুর্গের সেন্ট পাওলি জেলায় এক ব্যক্তি কুড়াল ও আগুন বোমা দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। নেদারল্যান্ডস ও পোল্যান্ডের মধ্যে ইউরো কাপের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। পরে পুলিশের ছোড়া সতর্কতামূলক গুলিতে ওই ব্যক্তি আহত হন।
জার্মান পুলিশ জানিয়েছে, রবিবার এই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন তারা।
পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে। কারণ তিনি কুড়াল দিয়ে পথচারীদের ওপর হামলা করার চেষ্টা করেছিলেন।
শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। সেখানে ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিল।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিল এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছিল।
ফুটবলের সঙ্গে সংযোগ নেই বলে ধারণা
পুলিশ জানিয়েছে, হাতে একটি কুড়াল নিয়ে ওই অভিযুক্ত পানশালা থেকে বেরিয়ে এসেছিলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে হুমকির সুরে সেই কুড়াল দেখাচ্ছিলেন ওই ব্যক্তি।
পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, ‘এখনো পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগ আছে বলে জানা যায়নি।
’
পুলিশ বলেছে, অভিযুক্তর কাছে খুব সম্ভবত মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।
গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে ওই হামলাকারীর বিরুদ্ধে পিপার (মরিচ) স্প্রে ব্যবহার করেছিল।
সতর্কতামূলক গুলি
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন পুলিশ সদস্য ওই ব্যক্তির পা লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি আহত হয়ে মাটিতে পড়ে যান।
পুলিশ এক্সে জানিয়েছে, আহত ওই অভিযুক্তর চিকিৎসা চলছে। রবিবারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হামবুর্গে শত শত ফেডারেল ও স্থানীয় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত থেকে জার্মানিতে এক মাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। এর আগে শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। জার্মান বার্তা সংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সী এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ রবিবার জানিয়েছে, ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন