ঘরের মাঠে আর্জেন্টিনার ড্র, মেসির গোল বাতিল

জিবিনিউজ 24 ডেস্ক //

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ড্র করলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচে সাত পয়েন্ট দলটির।

ঘরের মাঠে আর্জেন্টিনা ছিল দুরন্ত। গোলের সুযোগ, বল পজিশন, কর্ণার; সব দিক থেকেই এগিয়ে ছিল। তবে কাজের কাজ গোলের সংখ্যাটাই ছিল কম। এর উপর ভিএআরে মেসির একটি গোল বাতিল হয়ে গেলে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা সম্ভব হয়নি তাদের।

 

শুরু থেকে ভালো খেললেও উল্টো প্রথমে গোল হজম করে আর্জেন্টিনা। ২১ মিনিটে পেনাল্টি পায় প্যারাগুয়ে। মিগুয়েল অ্যালমিরনকে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্টিনেজ। স্পট কিক থেকে প্যারাগুয়েকে এগিয়ে দেন অ্যানজেল রোমেরো। গোল হজমের পর তেতে উঠে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ করতে থাকে দলটি। ৪১ মিনিটে মেলে এর সুফল। আসে সমতাসূচক গোল। লো সেলসোর কর্ণারে দারুণ দক্ষতায় হেড করে গোল করেন নিকোলাস গঞ্জালেজ (১-১)।

প্রথমার্ধেই লিড নিতে পারতো আর্জেন্টিনা। হয়নি। রদ্রিগোর বুলেট গতির শট প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক সিলভা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভিএআর এ চেক করার পর তা বাতিল হয়ে যায়।

লো সেলেসোর কাটব্যাক ধরে এগিয়ে চলেন মেসি, প্যারাগুয়ের গোলরক্ষককে পাশ কাটিয়ে করেন গোল। কিন্তু ভিএআরে দেখা যায় মেসি অনেকটাই হাত দিয়ে ফাউল করেন প্যারাগুয়ে গোলরক্ষককে। হতাশ আর্জেন্টিনা শিবির।

এরপর ৭৩ মিনিটে আরেকবার হতাশ হতে হয় মেসিকে। তার নেওয়া চমৎকার ফ্রি কিক প্যারাগুয়ে গোলকিপার ঝাঁপিয়ে প্রতিহত করলে বল গিয়ে আঘাত করে বারে। এবারো এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার। শেষের দিকেও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা।

তবে প্রতিপক্ষের মাঠে ড্র করতে পেরে উৎসবের আমেজ ছিল প্যারাগুয়ে শিবিরে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় প্যারাগুয়ের অবস্থান চতুর্থ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন