ম্যাচ না খেলেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

gbn

গেল সপ্তাহে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। তার কাছ থেকে সেরার মুকুট কেড়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পরের সপ্তাহেই হারানো সেই মুকুট মাথায় পরলেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। অর্থাৎ সেরা অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব।

আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে সাকিবের নাম। টাইগার অলরাউন্ডারের একধাপ উন্নতি হয়েছে। হাসারাঙ্গাকে দুইয়ে নামিয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব।

 

আজ বুধবার আইসিসির প্রকাশিত এই র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। আর হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ২২২।

ক্রিকেটভক্তদের কৌতুহল জেগেছে একটি বিষয়কে সামনে রেখে। সেটা হলো- কোনো ম্যাচ না খেলেই কীভাবে শীর্ষস্থান ফেরত পেলেন সাকিব?

 

আসলে শীর্ষস্থানে পুনরায় ফেরার ক্ষেত্রে কৃতিত্ব নেই সাকিবের। হাসারাঙ্গা পয়েন্ট হারানোর কল্যাণে নিজের স্থান ফেরত পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

 

গত সোমবার বিশ্বকাপের ডি-গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ওই ম্যাচের হাসারাঙ্গার পারফরম্যান্সের কারণেই র্যাংকিংয়ে এসেছেন পরিবর্তন। সে ম্যাচে ৩.২ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট নেন লঙ্কান অলরাউন্ডার। তবে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি হাসারাঙ্গা। এতে ১ পয়েন্ট খুইয়ে সাকিবের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন