সুলতানা প্রিয়ম এ নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ !

gbn

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে পরীমণির ভাষ্য, আমার মেয়ে এলো ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এ নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ।

 

মা দিবসে পরীর প্রত্যাশা

পরীমণি আরও বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।

বিজ্ঞাপন

মা দিবসে পরীর প্রত্যাশা

আজ (১২ মে) মা দিবসে পরীমণি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে পরী তার দুই সন্তান পুত্র পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়ে প্রত্যাশার কথা লিখেছেন।স্ট্যাটাসে পরী লেখেন, হ্যাপি মাদার্সডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখজুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।

বিজ্ঞাপন

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

পরীমণি স্ট্যাটাসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে পুণ্য তার বোন প্রিয়মকে আদর করছে। মন্তব্যের ঘরে পরীমণিকে তার ভক্ত-অনুরাগীরা ‍মা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন